মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
খোকসা উপজেলার গোপগ্রাম বাজারে বুধবার রাত ১ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মুসলিম বেকারিতে অগ্নিকাণ্ডটি শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই পুরো বেকারিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় বেকারির সব যন্ত্রপাতি, কাঁচামাল (ময়দা, তেল, চিনি) এবং প্রস্তুতকৃত পণ্য সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বেকারির মালিক জানান, এ ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেন, তবে ততক্ষণে বেকারির সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চরম হতাশায় ভুগছেন। এলাকাবাসী ও সচেতন মহল উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন, যাতে পরিশ্রমী এই উদ্যোক্তা পুনরায় ব্যবসা শুরু করার সাহস পান।