৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে জাতীয় কন্যা শিশু দিবস – ২০২৫ উদযাপন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

“আমি কন্যা শিশু-. স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য তুলে ধরে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস – ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, দারিদ্র বিমোচোন কর্মকর্তা মনীষা বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেআরা, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান আতিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস সহ বিভিন্ন স্কুলের নারী শিশু শিক্ষারথী,নানান শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করে কন্যা শিশুদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা আফরোজা জেসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সজল কুমার সোম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আরাফাত, উপজেলা দারিদ্র বিমোচোন কর্মকর্তা মনীষা বিশ্বাস, উপজেলা স্যার ও ভিডিপি কর্মকর্তা হোসনেআরা, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান আতিক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস প্রমুখ।

বক্তাগণ বলেন, দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়।
দেশের ৬২ শতাংশ নারীরা বিশ্বাস করেন, সন্তান ছেলে হলে পরিবারে তাঁদের মর্যাদা বাড়ে; ৫৮ শতাংশ নারীর মতে, মেয়েসন্তান জন্মালে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন খুশি হয় না। এমন অবস্থায় আজ দেশে পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস।
উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর এর পরিবর্তে ৮ অক্টোবর জাতীয় কণ্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জেলা ও উপজেলা দপ্তর সমুহে নির্দেশনা প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top