৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” শুরু হয়েছে।  ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. (১৯ আশ্বিন থেকে ০৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) প্রধানমন্ত্রী পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শিবগঞ্জ যৌথভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসুচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক সভা করা হয়।

উক্ত সভায় শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল,
মোঃ শাহীনূর রহমান বলেন, নদ-নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে এবং এলাকায় গিয়ে জনসচেতনতামূলক সভা করে সচেতন করা হয়েছে, এমতাবস্থায় কেউ এই সময় ইলিশ আহরণ বা বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, “ইলিশ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। আগামী প্রজন্মের জন্য ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।” সরকারের এই উদ্যোগের ফলে প্রতি বছর নদ-নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। এদিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জেলেদের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং, নদী তদারকি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top