৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান। তিনি বলেন, “বাংলাদেশে কন্যাশিশুর অবস্থান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, তবে এখনো লিঙ্গবৈষম্য দূর করতে শিক্ষা ও সচেতনতার প্রসার জরুরি।” তিনি আরও বলেন, “ক্রিকেট, ফুটবল, আর্চারি সহ বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা এখন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছে।”

স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ সাহিদা আখতার। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, পরিবার পরিকল্পনার উপপরিচালক শুকলাল বৈদ্য, ও সিভিল সার্জন অফিসের কনসালটেন্ট সাইকী ওদুদ প্রমুখ।পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত ১৪টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৩ লাখ ৩৬ হাজার টাকার সাধারণ অনুদানের চেক বিতরণ করা হয়। চেকগুলো প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল রায়হান।সভায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top