১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়: উপদেষ্টা তৌহিদ হোসেন

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের কথিত বৈঠক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, রাষ্ট্রদূতরা চাইলে যে কারো বাসায় যেতে পারেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, “তারা তো আসলে একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন, তাহলে নিশ্চয়ই তাকে হেফাজতে নেওয়া হতো। সেটি তো হয়নি। আর রাষ্ট্রদূতরা চাইলে যেকোনো ব্যক্তির বাসায় যেতে পারেন।”

তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট তিন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই।

গত সোমবার (৬ অক্টোবর) সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক তিন দেশের রাষ্ট্রদূতদের বৈঠকের খবর প্রকাশিত হয়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার গুলশানে সাবের হোসেনের বাসায় গিয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা করেন।

এই তিনটি দেশ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলভুক্ত, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার বিষয়ক কার্যক্রমে সহযোগিতা করে আসছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top