নিজস্ব প্রতিনিধি:
পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
সূত্র জানিয়েছে, নবগঠিত ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর মালিকানা গ্রহণ করবে। পরবর্তীতে উপযুক্ত সময় ব্যাংকটি বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। নতুন ব্যাংকের নাম নির্ধারণ করা হয়েছে ‘ইউনাইটেড ব্যাংক’।
এছাড়া নিশ্চিত করা হয়েছে যে, একীভূত প্রক্রিয়ায় কোনো ব্যাংকের কর্মী চাকরিচ্যুত হবেন না এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকবে।
পাশাপাশি উপদেষ্টা পরিষদ ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে সময়োপযোগী করে সংশোধনের অনুমোদনও দিয়েছে, যাতে আর্থিক খাতের স্থিতিশীলতা ও জনগণের আস্থা আরও বৃদ্ধি পায়।