নিজস্ব প্রতিনিধি:
প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল (এইচবিএম ইকবাল) এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অন্য ছেলে মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য ডা. ইকবালের নামে ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, ডা. ইকবালের নামে মোট ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর বিপরীতে তার দায় ১৩৯ কোটি চার লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। ফলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা।
অন্যদিকে বিভিন্ন খাতে তার মোট আয় দেখা যায় ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫৬২ টাকা, ব্যয় ৯৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৯ টাকা। ফলে নিট আয় দাঁড়ায় ৯৭ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৭৮৩ টাকা। এসব তথ্যের ভিত্তিতে দুদক জানিয়েছে, ডা. ইকবাল জ্ঞাত আয়ের বাইরে ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকার সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে তার ছেলে ইমরান ইকবালের নামে ৪৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৩৯৭ টাকার সম্পদ শনাক্ত করেছে দুদক। তার নিট আয় ৪০ কোটি ৭০ লাখ ৯৬০ টাকা হিসেবে দেখানো হয়েছে। ফলে তিনি অবৈধভাবে পাঁচ কোটি তিন লাখ নয় হাজার ৪৩৭ টাকার সম্পদের মালিক বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তার বিরুদ্ধেও একই আইনের অধীনে মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ডা. ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অন্য ছেলে মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। তদন্তে দেখা গেছে, আঞ্জুমান আরা শিল্পীর নামে ১০ কোটি ৮২ লাখ ২২ হাজার ৮৬৬ টাকার সম্পদ রয়েছে, যার মধ্যে ৩৭ লাখ ৬৭ হাজার ৩৭৮ টাকার সম্পদ জ্ঞাত আয়ের বাইরে অর্জিত।
অন্যদিকে মঈন ইকবালের নামে ৪৭ কোটি ৭০ লাখ দুই হাজার ৮৭ টাকার সম্পদ পাওয়া গেছে। তার নিট আয় ৪৭ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকা হওয়ায় তিনি ৩১ লাখ ৫০ হাজার ৪৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক। তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।