১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে জাতীয় পার্টির নেতার বিচারের দাবিতে মানববন্ধন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার লহালামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা।

মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। এমনকি নারীদের সাথে প্রতারণা করেছেন। বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি অর্থ আত্মসাত করেছেন। সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে পাওনা টাকা ফেরত চেয়ে দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top