১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন: ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিনিধি:

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিট নিয়ে কথা বলছেন, কিন্তু উপদেষ্টাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে পুরো জাতির সেফ এক্সিট হওয়াই এখন জরুরি।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। আমরা উপদেষ্টারা পরিষ্কারভাবে জানি—আমাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুটের মতো অপরাধ দেখেছি, তাতে স্পষ্ট—এই ভয়াবহ, অসুস্থ ও আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন।”

সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top