মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে বোয়ালখালী ইউনিয়নে গণসংযোগ ও প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নে এ গণসংযোগ ও প্রার্থী পরিচিতি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান । উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার জামায়াতের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আক্কাস আলী, উপজেলা বাইতুল মাল সভাপতি মাওলানা জহির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ার ইসলাম বাবুলসহ উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ সভায় প্রধান অতিথি এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, দেশের মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলকে ক্ষমতায় এনেছেন, এবার জামায়াতকে সুযোগ দিন। ইনশাআল্লাহ, জামায়াত একটি দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত ও স্বৈরাচারমুক্ত নিরপেক্ষ বাংলাদেশ উপহার দেবে।”
সভায় উপজেলা সভাপতি মাওলানা হেলাল উদ্দিন বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ—ন্যায় ও নীতির বাংলাদেশ। তাই সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই।”
উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস আলী বলেন, একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন—দেশে থাকবে না ধর্ষণ, থাকবে না চুরি-দুর্নীতি। সকল নাগরিক সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে।”
গণসংযোগ কার্যক্রমে স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যা অনুষ্ঠানকে এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে পরিণত করে।