১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক আজ শুরু

নিজস্ব প্রতিনিধি:

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে রোববার (১২ অক্টোবর)। শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

প্রথম দিনে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর শেখ হাসিনা ও অন্য আসামিদের পক্ষের আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরবেন। শেষ পর্যায়ে প্রসিকিউশন পক্ষ খণ্ডন যুক্তি উপস্থাপন করবে। কয়েক দিনের এই শুনানি শেষে মামলাটি রায়ের অপেক্ষায় যাবে।

প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে।

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে টানা তৃতীয় দিনের মতো জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top