মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদ বলেছেন, রাজবাড়ী জেলা বিএনপিতে কোন গ্রুপিং নেই। মনোনয়ন প্রতিযোগিতা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশের মা মাটি ও মানুষের দল। এ দল থেকে মনোনয়নের দৌড়ে অনেক প্রার্থী রয়েছে। অনেকে মনোনয়ন চাইবে। সকলেই মনোনয়ন পাবার যোগ্য। তাদের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করে প্রার্থী ঘোষণা করবেন। আমরা সকলে মিলেমিশে তাকে বিজয়ী করতে কাজ করে যাবো। আমরা রাজবাড়ীতে বিএনপির কোনো গ্রুপিং চাই না। আমরা সকলেই ধানের শীষের লোক।
রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোঃ কামরুল আলম। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ বলেন, ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া, কাজিরহাট ওয়াই সেতু, পদ্মা নদীর পাংশায় গঙ্গাব্যারেজ, কালুখালীতে পুর্নাঙ্গ সেনানিবাস, বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন পুর্নাঙ্গ বিশ^বিদ্যালয় করা হবে বিএনপি ক্ষমতায় গেলে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সকল প্রকার উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি কর্মসূচি ও কার্যক্রম একসাথে করার উদ্যোগ নিয়েছি। আশা করছি দ্রুতই আপনারা দেখতে পারবেন। দলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, তবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কোন বিরোধ নেই। আমরা প্রতিটি মানুষের বাড়ী বাড়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা পৌছে দিতে কাজ করছি। আগামীতে সুষ্টু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে।
তিনি আরও বলেন, দেশ গঠনের সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। আপনারা আমাদের ভালো কাজের পাশাপাশি খারাপ করলেও তুলে ধরবেন। আমাদের কাজের ক্ষেত্রে ভুল হলে ধরিয়ে দিবেন।