১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের হামলার পর শহীদ মিনারে আহত শিক্ষকের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদীর সন্তান এবং কিশোরগঞ্জের ফেকামারা কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক শফিকুল ইসলাম কাজল রবিবার (১২ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আন্দোলনে পুলিশের হামলার শিকার হওয়ার পর শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। হামলায় তিনি সহ অনেক শিক্ষক আহত হন। হাসপাতালে চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে শহীদ মিনারে আসার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, “জাতি গড়ার কারিগর শিক্ষকরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছে। এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলা ন্যাক্কারজনক। আহত হয়েছি তাতে কোনো আক্ষেপ নেই। আমরা বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা চাই। পূর্বে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আমরা সরকারের কাছে দাবিটি পূরণের আহ্বান জানাচ্ছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top