১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি। আজ সোমবার (১৩ অক্টোবর) দীঘিনালা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা ঘুরে দেখা যায়—শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন।

২০% বাড়িভাড়া ও ১,৫০০ টাকার মেডিকেল ভাতা বরাদ্দসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য এই ক্লাস বর্জন চলছে। একই সঙ্গে, আন্দোলনরত শিক্ষকদের ওপর ফ্যাসিবাদী কায়দায় পুলিশি হামলার প্রতিবাদও জানাচ্ছেন তারা।

দীঘিনালা উপজেলার রশিদ নগর দাখিল মাদ্রাসাতেও এই কর্মসূচি পালিত হচ্ছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনিছুর রহমান, সিনিয়র সহকারী মৌলভী মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মামুনুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী কর্মবিরতিতে অংশ নেন।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আজকের এই কর্মবিরতি পালন করছেন দীঘিনালা উপজেলার মাধ্যমিক শিক্ষকবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top