মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলার বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ বিভাগের আয়োজনে এ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্কর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্করের দিক নির্দেশনায় অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বেশ কয়েকটি পদ্ধতি বিদ্যালয়ের শিক্ষার্থী সহ কর্মকর্তাদের অবহিত করেন। ভূমিকম্প থেকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেন। সেই সাথে দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধার করে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় সেটাও করে দেখান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা।