১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্বেগ গ্রহণ করছে বিসিবি!

মো: ইসমাইল হোসেন, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিনের প্রত্যাশা এবার বাস্তবে রূপ নিতে পারে। গতকাল সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা পরিদর্শন করে এখানে বিপিএল আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছেন বিসিবির কর্মকর্তারা। এক মাসের মধ্যেই ঘাটতি পূরণে স্থায়ী ও অস্থায়ী সংস্কারকাজের পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে কয়েক মাস আগে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সিরিজে দর্শকদের উপচেপড়া ভিড় নতুন করে আলোচনায় আনে রাজশাহীতে বিপিএল আয়োজনের বিষয়টি। দর্শকদের এমন উচ্ছ্বাসে অনুপ্রাণিত হয় বিসিবি। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী সফরে এসে ভাল পিচ ও আউটফিল্ড দেখে রাজশাহীতেই বিপিএলের ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর রাজশাহীতে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্রিয় হয়। সেই ধারাবাহিকতায় আজ সকালে বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম ও পরিচালক এবং এইচপি বিভাগের চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছেন। পরিদর্শন শেষে তারা জানিয়েছেন, রাজশাহী স্টেডিয়ামে বড় আয়োজন করতে আরও কিছু স্থাপনা ও প্রযুক্তিগত উন্নয়ন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top