১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কারা সেফ এক্সিট চাইছেন, এনসিপি শিগগিরই তালিকা প্রকাশ করবে

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন—এমন মন্তব্য করে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন। তার এই বক্তব্যে এখনো রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার ঝড় বইছে। উপদেষ্টারাও বিভিন্ন মন্তব্য করে বিষয়টিকে আরও উত্তপ্ত করে তুলেছেন। ইতোমধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কেউ কেউ কঠোর ভাষায় সমালোচনাও করেছেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন, তাদের নামের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। উল্লেখ্য, ৪ অক্টোবর একটি টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, “অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন।” তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

বিতর্কের মুখে এনসিপি নেতারা বলছেন, নাহিদ ইসলামের বক্তব্যে নতুন কিছু নেই। বরং এটি সবার চোখের সামনেই দৃশ্যমান একটি বাস্তবতা। কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যেই নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুগত হয়ে উঠেছেন, যেন তারা নিশ্চিত—তাদের পছন্দের দলই পরবর্তী সরকার গঠন করবে। অথচ তারা রক্ত ও ত্যাগের বিনিময়ে ক্ষমতায় এসেছিলেন।

দলের এক নাম প্রকাশে অনিচ্ছুক নেতা বলেন, রাজনৈতিক দলের আজ্ঞাবহ ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখা ঠিক হয়নি। যদি ছাত্র নেতৃত্বের ভিত্তিতে সরকার গঠিত হতো, আজকের পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি বলেন, জনগণ কোনো দলের জন্য নয়, দেশের জন্য জীবন দিয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন, “নাহিদ ইসলাম সরকারের অভ্যন্তর থেকেই কিছু উপদেষ্টার ভূমিকা দেখেছেন। তিনি যা বলেছেন, তা নিছক রাজনৈতিক বক্তব্য নয়। হয়তো তার কাছে উপদেষ্টাদের নামও রয়েছে।”

তিনি আরও বলেন, “বাইর থেকে আমরা যা দেখছি তা হতাশাজনক। অনেক উপদেষ্টা কোনো কার্যকর ভূমিকা রাখছেন না, যেন তারা শুধু সময় পার করছেন।”

এনসিপি নেতারা অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া মাফিয়া মিডিয়া এখনো সক্রিয় এবং সুযোগ পেলেই ছাত্র নেতৃত্বকে কোণঠাসা করার চেষ্টা করছে। অথচ দেশের সর্বত্র চাঁদাবাজি ও দখলবাজি চললেও তারা নীরব।

তাদের দাবি, ২৪ জুলাইয়ের আন্দোলনে যারা রাজপথে রক্ত দিয়েছিলেন, তারা এখন পুরনো রাজনৈতিক কাঠামোর হাতে প্রতারিত হচ্ছেন। তরুণ নেতৃত্বের হাত ধরে নতুন সূচনার সুযোগ তৈরি হলেও বর্তমান সরকার বিপরীত পথে হাঁটছে এবং একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর লক্ষ্যেই কাজ করছে।

নাহিদ ইসলামের মন্তব্যের পর প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন পাঁচজন উপদেষ্টা—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রিজওয়ানা হাসান নাহিদ ইসলামকে তার বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে আহ্বান জানিয়েছেন।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও নাহিদের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন, “কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের পর নিজ নিজ সেফ এক্সিটের পরিকল্পনা করছেন। অথচ এভাবে কোনো অন্তর্বর্তী সরকার কার্যকরভাবে পরিচালিত হতে পারে না।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top