১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনার ভাঙ্গুড়ায় এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবিতে মানববন্ধন

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় এমপিএভুক্ত শিক্ষক-কর্মচারী কমিটির আহবায়ক ও আজকের এই মানববন্ধনের সভাপতি অধ্যাপক মাওলানা আলী আছগার এর সভাপতিত্বে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজ এর সিনিয়র প্রভাষক মোঃ আমিরুল ইসলাম রতন এর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার সকল শিক্ষক-কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শরৎনগর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মাওলানা আলী আছগার, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী,মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়ি ভাড়া,১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন এখন চরম মানবতায় কষ্টকর হয়ে উঠেছে। তাই সরকারের কাছে অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top