নিজস্ব প্রতিনিধি:
আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
এর আগে ৪ অক্টোবর তাজবীরকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য মঙ্গলবারের দিন ধার্য করেছিলেন আদালত। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত বলেন, যেহেতু আসামির বিরুদ্ধে অন্য মামলার প্রক্রিয়া চলছে, তাই এ মামলায় রিমান্ডের প্রয়োজন নেই।
গত ৪ অক্টোবর মধ্যরাতে তাজবীর হাসানকে আটক করে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। তুরস্ক যাওয়ার পথে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।