মোঃ হাছান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাউসার আজিদ। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি নাজমুল সাকি এবং জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে গণভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
তারা আরও দাবি জানান—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের ব্যবস্থা করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২.আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান।
৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪.ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ গণআন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।