১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুরে পান চাষিদের ১১ দফা দাবিতে মানববন্ধন – উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পানের রাজ্য নামে খ্যাত ঐতিহ্যবাহী পান চাষীরা এবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ১১ দফা দাবিতে।

উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পরে এদেশের চাষীরা। এই অর্থকরী ফসলটি এখন বাজারে বিক্রি হচ্ছে না বলে কৃষকদের দাবি।

এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁস,সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী আর বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে ১১ অথবা দাবিতে মানববন্ধন করেন।

১৫ অক্টোবর দুপুর ১২ টায় উজিরপুর উপজেলা সদরে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। উজিরপুর পান চাষী সমিতির সভাপতি মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ বাদল, পান চাষী সমিতির কেন্দ্রীয় সহ সম্পাদক নিমাই মন্ডল, জাতীয় খেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য উপাধ্যক্ষ হারুন- অর-রশিদ, জাতীয় কৃষক খেতমজুর সমিতির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান ও প্রমুখ। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার কাছে স্মারক লিপি প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top