৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রতিরক্ষা বাহিনীর ভারসাম্য নষ্ট হলে তা সহ্য করা যাবে না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোনো রকম ভারসাম্য নষ্ট হলে তা বর্তমান পরিস্থিতিতে সহ্য করা যাবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকা প্রয়োজন; রাষ্ট্রকে ব্যালান্সড অবস্থায় রাখতে হবে এবং নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকি নিতে চাই না তারা।

বুধবার রাতের জাতীয় ঐকমত্য কমিশনের সভায় (জুলাই সনদসহ আলোচ্য বিষয়ের প্রেক্ষিতে) ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি আরো বলেন, স্বৈরাচারী শক্তির সুযোগ নেয়ার আশঙ্কা থাকায় দেশের রাজনৈতিক শক্তিগুলোকে অপ্রচলিত বিপ্লবী পথে না গিয়ে বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে।

সালাহউদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাদের প্রতি সমর্থন আছে, তবে তা শর্তসাপেক্ষ এবং সীমাবদ্ধ—তারা চান প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচনের আয়োজন হবে। তিনি শর্ত হিসেবে জানিয়েছেন, সেই লক্ষ্য পূরণ না হলে অনন্যায়পূর্ণ সমর্থন সীমিত থাকবে।

এ ছাড়া তিনি সরকারের প্রশাসনিক নিয়ম-রীতিতে সমালোচনা জানিয়ে বলেন, সচিবালয়ে নিয়মিত বদলি ও নিয়োগের কাজ দেখভাল করতে যে ‘কেবিনেট কমিটি’ গঠিত হয়েছে, তার কোনো প্রথাগত ভিত্তি নেই এবং এতে কিছু ক্ষেত্রে অনিয়ম ও একক আধিপত্য সৃষ্টি হয়েছে; এ বিষয়ে উপদেষ্টার খোঁজ নেয়ার আহ্বানও জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top