১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে শ্রমিক দলের নির্বাচনী প্রচারণা

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মাঠে নেমেছে উপজেলা শ্রমিক দল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে দীঘিনালার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে শ্রমিক দল, বাস টার্মিনাল শ্রমিক দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভৈরফা এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এসময় নেতারা বিএনপির ৩১ দফা ইশতেহারের মূল বিষয়সমূহ তুলে ধরে বলেন—দলটি ক্ষমতায় গেলে গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষাব্যবস্থার সংস্কার ও পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে।

স্থানীয় নেতারা স্মরণ করিয়ে দেন, সাংসদ থাকাকালে ওয়াদুদ ভূঁইয়া দীঘিনালা ও মেরুং এলাকায় সড়ক, শিক্ষা ও জনকল্যাণমূলক নানা উন্নয়নমূলক কাজ করেছেন।

প্রচারণায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top