১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুবেল ফরাজী, স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্যেরা মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার মাঠে এ সভার আয়োজন করে উমেদপুর ইউনিয়ন বিএনপি। এতে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান (শাহাদাত কমিশনার) এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, “বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের প্রত্যাশা পূরণ সম্ভব। এখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘পিআর পদ্ধতিতে’ নির্বাচনের প্রস্তাব দিয়ে দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য ভালো নয়, তাই তাদের নিষিদ্ধ করা জরুরি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী আজমল হোসেন (সেলিম) খান, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মাদবর, ঢাকা মহানগর উত্তর বিএনপির বনানী থানা আহ্বায়ক ইমাম হোসেন নূর, দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান সরদার (শিশু), মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।

সভাস্থলটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পরিণত হয় এক মিলনমেলায়। বক্তারা বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি এখন জনগণের প্রত্যাশার প্রতীক, এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top