১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ডাঃ নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় এ জেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডাক্তার নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল হাই স্কুল মাঠে উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় টিএসআর ক্রিকেট টিম ১২ রানে ওয়াই সি রংপুরকে পরাজিত করেছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ শাইন, খালেদ মাহমুদ রুবেল, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক সারিক মাহবুব ইবনে সেলিমের সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাইদুল ইসলাম রাজা ,রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন তমাল, আবিদ হাসান, সিফাত হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় টিএসআর টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে।

দলের পক্ষে বাফিন৫৮ ও নয়ন ৪৬ রান করেন । ওআই সি রংপুরের বোলার বেলাল তিনটি উইকেট লাভ করেন। জবাবে ওয়াই সি রংপুর ২০ ওভারে নয় উইকেটে ১৫৮ রান করে। দলের পক্ষে মমিনুর ৭১ ও বেলাল ২৭ রান করেন। টিএসআর এর বোলার রুদ্র ৪টি ,স্বাধীন ও নাহিদ দুইটি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় টিএসআর দলের বাফিন ।

আম্পায়ার ছিলেন ফিরোজ ও রাহিদ। উক্ত টুর্নামেন্টে বগুড়া সহ ঢাকা ও চট্টগ্রামের ১৬ টি দল অংশগ্রহণ করছে। বার্তা প্রেরক মমিনুর রশীদ শাইন সদস্য বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top