১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই যোদ্ধাদের দাবিতে জুলাই সনদে জরুরি সংশোধন আনছে জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের অনেক আগেই সংসদ ভবন এলাকা দখল করে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তারা তিন দফা দাবিতে মঞ্চের সামনে অবস্থান নিলে অবশেষে জাতীয় ঐকমত্য কমিশন তাদের দাবিগুলো মেনে নেয়।

কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ দুপুরে মঞ্চে এসে ঘোষণা দেন, জুলাই যোদ্ধাদের দাবির ভিত্তিতে সনদের পঞ্চম দফায় জরুরি সংশোধন আনা হচ্ছে। তিনি বলেন, “আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় এমন সংশোধন যুক্ত করা হচ্ছে, যাতে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত হয়।”

ড. আলী রীয়াজ আরও বলেন, “কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। আজকের দিনই শেষ নয়। সরকারের ভবিষ্যৎ ব্যবস্থার দিকেও নজর রাখা হবে।”

তবে তার এই বক্তব্যে সন্তুষ্ট হননি আন্দোলনরত জুলাই যোদ্ধারা। তারা সংসদ ভবন এলাকা ছাড়তে অস্বীকৃতি জানান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে আন্দোলনকারীদের সেখানে থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকালে তিন দফা দাবি নিয়ে সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি ছিল— জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top