১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১৩ জেলের কারাদণ্ড ও ১১ জনের বিরুদ্ধে মামলা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা ও গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ সংক্ষণ অভিযানের গত ২৪ ঘণ্টায় মোবাইল কোর্টের অভিযানে ১৩জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে।

রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব-উল হক বলেন, বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে ৩টি মোবাইল কোর্টে ৭টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ কেজি ইলিশ, ২০ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৭ হাজার মিটার জাল, পাংশা উপজেলায় ১১ জনের ৯ দিন করে, ১ জনের ৭ দিন, ১ জনের ১৫ দিন করে কারাদণ্ড ও গোয়ালন্দ উপজেলায় ১১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ০৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৩৪টি মোবাইল কোর্টে ১০৫টি অভিযানে ৩৯৭ কেজি ইলিশ, ২০৮.৪০ লক্ষ টাকা মুল্যের ১১ লক্ষ মিটার জাল জব্দ করাসহ ১০০ জন জেলেকে কারাদণ্ড,  ২২ জনের নামে নিয়মিত মামলা এবং নিলাম থেকে ৯৭ হাজার টাকা আয় হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top