নিজস্ব প্রতিবেদন:
সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক মনোজ্ঞ আয়োজনে তরুণ লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান এর লেখা নতুন বই “নিশীতের নূর”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে তারুণ্য প্রকাশনী।
বইটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান লেখক, গবেষক, আলেম এবং পাঠকসমাজের প্রতিনিধিগণ। আলোচকেরা বইটির বিষয়বস্তু ও সাহিত্যগুণ নিয়ে গভীর প্রশংসা করেন এবং নতুন প্রজন্মের পাঠকদের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক সংযোজন বলে অভিমত দেন।
“নিশীতের নূর” মূলত এক পথিকের অন্তর্জাগরণের কাহিনি। অন্ধকার গহ্বরে হারিয়ে যাওয়া সেই মানুষটি এক সময় নিজের অস্তিত্ব সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে। চারপাশের নিস্তব্ধতা ও শূন্যতা তার আত্মাকে বন্দি করে রাখে। কিন্তু এক অনন্য মুহূর্তে তার অন্তরে প্রতিধ্বনিত হয় এক সুমধুর আজান—যা কেবল শব্দ নয়, বরং আল্লাহর রহমতের আহ্বান। এই আহ্বানই তার অন্তরে জ্বালিয়ে দেয় হিদায়াতের আলোর প্রদীপ।
বইটির পৃষ্ঠায় পৃষ্ঠায় পাঠক খুঁজে পাবেন তওবার সৌন্দর্য, ঈমানের জাগরণ ও নতুন জীবনের সাহস। লেখক যেন এক আধ্যাত্মিক যাত্রার গল্পে জীবনের হারিয়ে ফেলা আলোকে পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। “নিশীতের নূর” শুধু একটি বই নয়, বরং অন্ধকার শেষে আলোর অন্বেষায় বেরিয়ে পড়া প্রতিটি হৃদয়ের প্রতিচ্ছবি।
বইটি বর্তমানে পাওয়া যাচ্ছে তারুণ্য প্রকাশনীর অফিস ও ফেসবুক পেজে, এছাড়াও রকমারি ডটকম ও ওয়াফি লাইফ-এ অনলাইন অর্ডারের সুবিধা রয়েছে।