এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
১৬ ই অক্টোবর (বৃহস্পতিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলা শাখার নবগঠিত পূর্নাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ফেনী ১ হাতপাখা মনোনীত প্রার্থী মাওলানা গোলাম কিবরিয়া। তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবার ভোটের মূল্যায়ন হবে।
তিনি আরও বলেন সকল ভোটারের ভোটের মূল্যায়ন হতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন।
নবগঠিত কমিটিতে মাওলানা আব্দুল কুদ্দুসকে সভাপতি এবং মাওলানা সাইফুল ইসলামকে সেক্রেটারি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি মাওলানা কামরুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুর রউফ, মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন, এসিস্টেন্ট মাওলানা জয়নুল আবেদীন।
সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুস, দপ্তর সম্পাদক মাওলানা সাইদুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহ আলম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক কারী মোহাম্মদ আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফেজ মামুন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা আশরাফ আলী।
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবু হানিফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মফিজুর রহমান দুলাল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াকুব, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাফেজ নূর হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা মনির আহমদ।
সহসাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ হোসাইন, সহপ্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সহদপ্তর সম্পাদক মাওলানা সাব্বির আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহিম, সহপ্রশিক্ষণ সম্পাদক মোঃ আবুল কালাম, সদস্য মৌলভী নাজির আহমদ, আনোয়ার হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ আব্দুল মমিন, আব্দুর রহমান লিটন, জনাব মজনু, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।