মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার ও হস্থিশুন্ড ফুটবল টিমকে জার্সি তুলে দেন -উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
মাদক মুক্ত রাখতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান জেবিন ফ্যান কোম্পানির নিয়মিত কর্মসূচি হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় যুবকদেরকে ক্রীড়া সামগ্রী প্রদান করে থাকেন।
প্রতিষ্ঠানটি তাদের কর্মসূচিকে স্থায়ী ও শক্তিশালী করে ধরে রাখতে উপজেলা প্রশাসনের সাথে কাজ করার অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ক্রিড়া সামগ্রী বিতরণে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হুদা ফিরোজ।
জার্সি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ উজিরপুর রূপায়ন সাংস্কৃতিক সংঘের ক্রীড়া সম্পাদক মোঃ আব্বাস আলী তালুকদার, জেবিন ফ্যান কোম্পানির পক্ষ থেকে মোহাম্মদ মাসুম বিল্লাহ রিপন, সিনিয়র সাংবাদিক ও রূপায়ন সাংস্কৃতির সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।