১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০, আহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও প্রায় ১৭০ জন আহত হয়েছেন।

স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা তোলো নিউজকে জানিয়েছেন, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত এলাকায় গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার পর দুই দেশ ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে গিয়েছিল। তবে সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী এই হামলা চালায়।

হামলার শিকার হাজি বাহরাম নামের এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, “আমি জীবনে এমন নির্মমতা কখনও দেখিনি। একটি দেশ, যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী, শিশু ও নিরীহ বেসামরিক মানুষের ওপর এভাবে হামলা চালিয়েছে।”

তোলো নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়, নিহতদের মরদেহ স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে শত শত স্থানীয় বাসিন্দা অংশ নেন, যেখানে শোকের আবহে গোটা এলাকা নিস্তব্ধ হয়ে পড়ে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top