১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: রাহিদ মান্নান লেলিন

নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন বলেছেন, দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের বিকল্প নাই।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় ৩১ দফার প্রচারণায় বর্ণাঢ্য আয়োজন করেন।
উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চারমাথা বাজার থেকে শুরু করে পুরো ইউনিয়নের আওতাধীন সবগুলো বাজারে তারেক রহমানের দেওয়া ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

রাহিদ মান্নান লেলিন বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামে গঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের রোষানলে পড়ে অনেক বার নির্যাতনের শিকার হয়েছি। আমি সব সময় দলের জন্য, মানুষের জন্য কাজ করেছি। দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে, আর মনোনয়ন পেলে শতভাগ জয়ের মাধ্যমে রায়গঞ্জ-তাড়াশের উন্নয়নে কাজ করবো।

সহস্রাধিক মোটর সাইকেল নিয়ে ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুর রহমান টুটুল,সাবেক যুগ্ন-আহবায়ক প্রফেসর দুলাল হোসেন,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুল হোসেন,দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মাসুদ,দেশীগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব গোলাম মাওলা,দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ-জালাল,সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top