তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
জার্মানিতে বসবাসরত বাংলাদেশি নাগরিক রুহুল আমিন সম্প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জার্মান শাখার এক নেতার বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন।
রুহুল আমিন অভিযোগ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ব শাখার আহ্বায়ক সোয়েব আহমেদ তাঁর কাছ থেকে একটি বাসা ভাড়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করেন। বাসা ভাড়ার প্রক্রিয়ায় সহযোগিতার কথা বলে সোয়েব আহমেদ তাঁর কাছ থেকে চাকরির চুক্তিপত্র, বেতনের রশিদসহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন।
কিন্তু পরবর্তীতে তিনি ওই কাগজপত্রে জালিয়াতি করে বেতন কয়েকগুণ বাড়িয়ে বাসার এজেন্সির কাছে জমা দেন। এতে সংস্থাটি নথি যাচাইয়ের পর জালিয়াতির প্রমাণ পায় এবং সংশ্লিষ্ট কর্মস্থলে অভিযোগ পাঠায়।
ফলে, রুহুল আমিন তাঁর চাকরি হারান, তিন বছরের কর্মজীবন নষ্ট হয়, এবং সহকর্মীদের নিকট অপমানিত হয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসতে বাধ্য হন।
তিনি দাবি করেছেন, “সোয়েব আহমেদের প্রতারণা শুধু আমার ক্ষতি করেনি, বরং জার্মানিতে কর্মরত বাংলাদেশিদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে।”
অভিযোগে আরও বলা হয়েছে, সোয়েব আহমেদ প্রতিশ্রুত বাসাটি সরবরাহ করতে ব্যর্থ হন এবং গৃহীত অর্থ ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে তিনি রুহুল আমিনকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদানের মাধ্যমে চুপ করিয়ে রাখার চেষ্টা করছেন।
ভুক্তভোগী বিষয়টি জার্মান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার কাছে অবহিত করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি বলে অভিযোগ করেছেন। তিনি আরও জানান, সোয়েব আহমেদ এর আগে আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশির সঙ্গেও অনুরূপ প্রতারণা করেছেন।
রুহুল আমিন জার্মান বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কাছে ন্যায়বিচার ও সাংগঠনিক পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
তিনি বলেন,
ভুক্তভোগীর এই লিখিত আবেদনপত্রটি সম্প্রতি বিএনপি ও সহযোগী সংগঠন, বার্লিন, জার্মানি বরাবর প্রেরিত হয়েছে।