২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা-বরিশাল মহাসড়কের ব্রিজে ফাটল

মাহফুজুর রহমান, উজিপুর (বরিশাল) প্রতিবেদক:

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল ঝুকিপূর্ন হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ ব্রিজের নিচে বালুর বস্তা দিয়ে মেরামত কাজ শুরু করেছে।

উজিরপুর উপজেলার বামরাইল বাসষ্ট্যান্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন পূর্বে মহাসড়কের বামরাইল বাসষ্ট্যান্ডের ব্রিজের নিচের দক্ষিণ অংশে ফাটল দেখা দেয়। তখন বিষয়টি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা গত দুইদিন ধরে ব্রিজের নিচে ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মানের কাজ শুরু করেন।

স্থানীয়রা আরও জানিয়েছেন, ব্রিজটি বহু বছরের পুরানো। ব্রিজের দুই পাশেই গতিরোধক রয়েছে। যে কারনে যানবাহন চলাচলের সময় ব্রিজের উপর বেশি চাঁপ পড়ে। ভারি যানবাহনের চাঁপ সইতে না পেরে পুরনো ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ব্রিজের পাশে কোন বিকল্প সড়ক না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়েই সকল যানবাহন চলাচল করতে হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।

বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, দুর্ঘটনা এড়াতে ব্রিজের নিচের ফাটল অংশে বালুর বস্তা দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মানের পরিকল্পনা হাতে নেয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top