মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
“হাত ধোয়ার নায়ক হোন, আমাদের হাত আমাদের ভবিষ্যৎ, স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ, পরিচ্ছন্ন হাত সুন্দর ভবিষ্যৎ ”
প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে। গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
আজ (২২ অক্টোবর) বুধবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে এসে শেষ হয়। সেখানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমাস আলী হাত ধোঁয়ার ব্যাপারে উপস্থিত অতিথিদের বিশেষ পদ্ধতি তুলে ধরেন এবং হাত ধোয়ার ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ মিলন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, দুর্যোগ ও ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ,কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জনাব আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সহ গুরুদাসপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।