২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাককানইবি সাংবাদিক ফোরামের নতুন সদস্য নিয়োগের ভাইভা অনুষ্ঠিত

তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

আজ বুধবার (২২ অক্টোবর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নতুন সদস্য নিয়োগের ভাইভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনটির অফিস রুমে দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শিক্ষানবিশ সদস্য বাছাই এর লক্ষ্যে ভাইভার আয়োজন করা হয়। এই ভাইভার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এর নতুন সদস্য নিয়োগ দেওয়া হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এর নতুন সদস্য নিয়োগের ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি,প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতির মো: শাকিল বাবু বলেন, আমরা প্রতিবছর সাংবাদিক ফোরামে নতুন সদস্য নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা সাংবাদিকতায় আগ্রহীদের ভাইভা সম্পন্ন করেছি। এবার অসংখ্য আগ্রহীরা স্বতঃস্ফূর্তভাবে ভাইভায় উপস্থিত হয়েছে। এখান থেকে বাছাই করা নতুন সাংবাদিকরা সাংবাদিক ফোরাম থেকে হাতে-কলমে শিখে বিশ্ববিদ্যালয়ের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদী।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোকন বাপ্পি বলেন, ‘সাংবাদিক ফোরামে এ নিয়ে চতুর্থবারের মতো সম্পন্ন হলো সদস্য আহবান কর্মসূচি। প্রতিবারই প্রচুর উৎসাহ-উদ্দীপনা নিয়ে সংগঠনে যুক্ত হয়েছে একাধিক প্রতিভাবান এবং প্রচণ্ড গতিশীল নতুন নতুন সাংবাদিকরা। প্রতিবারের মতো এবারও সেই একই ধারা অব্যহত থাকবে বলে আমি আশাবাদী। যারা সাংবাদিক ফোরামের পথ চলায় চিরকাল স্বপ্ন সারথি হয়ে কাজ করে যাবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের একটি অন্যতম স্বনামধন্য ও নিরপেক্ষ সংগঠন। নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাওয়া এ সংগঠন অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর। সংগঠনটির সদস্যরা স্বাধীনভাবে ও নিষ্ঠার সঙ্গে দেশের বিভিন্ন জনপ্রিয় জাতীয় দৈনিক, টিভি চ্যানেল ও মাল্টিমিডিয়াগুলোতে কাজ করে চলেছে অবিরাম। বিশ্ববিদ্যালয়ে লেখালেখি, ফটো বা ভিডিওগ্রাফি এবং গ্রাফিক্স বা পোস্টার ডিজাইনের মাধ্যমে সাংবাদিকতা করতে আগ্রহী এমন নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত করে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখে এ সংগঠন। বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং মাল্টিমিডিয়ায় নির্ভীকভাবে ও সত্য প্রকাশের একাগ্রতা নিয়ে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এ ধারা অব্যাহত রাখতেই সাংবাদিক ফোরামে প্রতিবছর অনুষ্ঠিত হয় এ সদস্য সংযুক্তি অনুষ্ঠান।

উল্লেখ্য, সাংবাদিকতার মান বজায় রাখা এবং নতুন প্রজন্মকে পেশাদার সাংবাদিক হিসেবে তৈরি করতে সাংবাদিক ফোরামে ৪র্থ বারের মতো এ নবীন সদস্য সংগ্রহ ও তাদের মূল্যায়ন অনুষ্ঠান আয়োজন করে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top