২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান, উজিরপুর বরিশাল প্রতিবেদক:

দেশের ব্যয়বহুল বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর দুপুর ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখলেন সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, গৌরনদী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান,
বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আঃ রশিদ , উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ,ফ,ম শামসুদ্দোহা আজাদ,সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান লিখন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম, ছাত্র সম্মানায়ক রিয়াজ হোসেন,সাংবাদিক গোলাম মোস্তফা আকাশ, নাজমুল হক মুন্না সাংবাদিক কাওছার হোসেন ও প্রমূখ। আগামী ৩০ অক্টোবর দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এ উপলক্ষে শিকারপুর শেরে বাংলা ডিগ্রী কলেজ সন্ধ্যা নদী থেকে নৌকা বাইচ শুরু করে পৌরসভায় অবস্থিত ঢাকা বরিশাল মহাসড়কের সন্ধ্যা নদীর উপর নির্মিত ৯ নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল সেতু সংলগ্ন সীমান্তে সমাপ্ত হবে। নৌকা বাইচ প্রতিযোগিতা দুর্ঘটনা মুক্ত ও সুরক্ষিত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা কামনা করেন।

একই সাথে তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে ও উপজেলা সর্বস্তরের মানুষের চিত্ত বিনোদনের এই ধারাবাহিকতা রাখার আহ্বান জানান। নৌকা বাইচ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবেন বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আভাস। প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান টির ফোকাল পার্সন মোঃ শহিদুল ইসলাম শিশির, প্রজেক্ট অফিসার প্রদীপ দাস।

এছাড়াও উজিরপুর উপজেলা প্রশাসনের বিশেষভাবে সহযোগিতা করবে শিল্প প্রতিষ্ঠান জেভিন ফ্যান লিমিটেড। জেবিন ফ্যান লিমিটেড এর পক্ষে উপস্থিত বিশিষ্ট ক্রীড়াবীদ ও রূপায়ন সংস্কৃতিক সংঘের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্বাস তালুকদার, প্রতিষ্ঠানটির ক্রীড়া বিষয়ক সংগঠক মোঃ মাসুম বিল্লাহ রিপন।
এছাড়াও ঐতিহ্যবাহী নৌকা বাইচটি বাংলাদেশ জাতীয় জাদুঘর আর্থিক সহযোগিতা করবেন করবেন। শিকারপুর উজিরপুর সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচটি সরাসরি তত্ত্বাবধান করবেন উজিরপুর উপজেলা প্রশাসন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top