২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের গুজব: এনসিপি বলছে এখনও দায়িত্বে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দল থেকে পদত্যাগের গুঞ্জন ছড়িয়েছে। তবে এনসিপি নিশ্চিত করেছে, তিনি এখনও দলের সঙ্গে আছেন এবং তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির কোনো বিষয় সত্য নয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গে আছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়টি সত্য নয়।”

এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া কিছুই নয়। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বলা হয়েছিল, দুই সপ্তাহ আগে তিনি দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top