২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৪ অক্টোবর) জুমা নামাজের পরে বিভিন্ন মসজিদের ইমামদের নেতৃত্বে বিক্ষোভে মুসল্লীরা অংশ নেয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে বিজয় উল্লাস চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, নলছিটি লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মনির হোসেন, খাসমহল মসজিদের ইমাম মাওলানা মাইনুল হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সালেহ, হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন,থানারপুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস,নলছিটি মডেল মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, ভলান্টিয়ার্স অফ নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ফকির, নলছিটি হাই স্কুল জামে মসজিদের ইমাম মুফতি হানযালা নোমানি, যুবদল নেতা আনোয়ার হোসেন চুন্নু।

এসময় তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন তাদেরকে অতিশীঘ্র নিষিদ্ধ করতে হবে। তারা একজন ইমামকে অপহরণ করে যে দুঃসাহস দেখিয়েছে তার করুন পরিনতি তাদের ভোগ করতে হবে। বাংলাদেশ এখন আর আগের মতো নেই, নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসী এবং ভারতের তাবেদারের ঠাই হবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top