২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে জেলা পরিষদের জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে নিয়ম-নীতির তোয়াক্কা না করে জেলা পরিষদের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। তবে খবর পেয়ে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী জেলা পরিষদের জমিতে নারুয়া গ্রামের মৃত হানিফ আলী শেখের ছেলে সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৩তলা ভবন নির্মাণ কাজ চালিয়ে আসছে। জেলা পরিষদের নিচু জায়গা বালি দিয়ে ভরাট করে, মাটির নিচে একতলা ও উপরে একতলা ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন তৃতীয় তলার কাজ করছে। সরকারী জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা লীজের বহিভুত হলেও ম্যানেজ করে তিনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এরআগে জেলা পরিষদ থেকে কাজ বন্ধ করা হলেও রহস্যজনক কারণে নির্মাণ কাজ চালিয়ে যায়।

শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখাযায়, নারুয়া গ্রামের সিরাজুল ইসলাম ইতিমধ্যে জেলা পরিষদের লীজকৃত জমিতে ৩তলা ভবন নির্মাণ কাজ করেছেন। শুক্রবার ও শনিবার কাজ বন্ধ রেখেছেন। এরআগে তিনি বিরতিহীন ভাবে কাজ করে আসছেন। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা পরিষদ থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। ওই জমি ওহাব আলী শেখের নামে লীজ নেওয়া থাকলেও তাকে কোন প্রকার ভাগ না দিয়ে একাই জোড়পুর্বক ভবন নির্মাণ কাজ করে আসছেন বলে জানিয়েছেন।

ওহাব আলী শেখ বলেন, জেলা পরিষদের লীজের ওই জমিতে আমার অংশ থাকলেও সিরাজুল ইসলাম জোড়পুর্বক কাজ চালিয়ে আসছিল। জেলা পরিষদের লোকজন এসে কাজ বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।
ভবন উত্তোলনকারী সিরাজুল ইসলাম বলেন, আমার লীজের জমিতে ভবন উঠাচ্ছি। কোন অনুমতি আছে কিনা সে বিষয়ে কোন সদোত্তর দিতে পারেননি।

রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) হুমায়ন কবির বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না। খবর পেয়ে বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করাসহ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top