মামুনুর রশিদ তরফদার , মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় দেড় হাজার ঘনফুট বালুসহ দুটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় কেউ আটক হয়নি।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনু নদীর ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে বালু উত্তোলনের খবর পেয়ে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানের খবর আগেভাগে পেয়ে জড়িত ব্যক্তিরা বালু বোঝাই নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে দেড় হাজার ঘনফুট বালু ও দুটি নৌকা জব্দ করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন আনসার সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।
ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “খবর পেয়ে রাতেই সেখানে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু এবং দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কেউ উপস্থিত ছিল না।”
এদিকে, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।