২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

রবিবার বিকেলে উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জসিম মিয়া। এছাড়া বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, যুব অধিকার পরিষদের সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক রশিদ রানা প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক বেলাল, সদস্য জহিরুল, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদেক, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম অনিক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাসান, সাইদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহসভাপতি সানবির আহমেদ মহাসিন, সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক আবু বকরসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, জনসংযোগ বৃদ্ধি এবং গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন দলীয় নেতাকর্মীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top