২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকিস্তানি বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইল বাংলাদেশ, করাচি বন্দর ব্যবহারের অনুমতি দিল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে ঢাকা। অন্যদিকে চীন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি এবং নৌপরিবহনসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ দুই যুগ পর বাংলাদেশ-পাকিস্তান নবম জয়েন্ট ইকোনমিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৫ সালের পর এই বৈঠক আর হয়নি। আজকের বৈঠকে কৃষি, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, খাদ্য এবং অন্যান্য খাত নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির বিষয়েও আলোচনা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top