মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
গুরুদাসপুরের নন্দকুজাঁ নদীতে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল দুই দিন ব্যাপি ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫। গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনা নগর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগীতায় অংশ নেয় সিরাজগঞ্জ,পাবনা ও নাটোর জেলার ১২টি দল।
গত ২৫ শে অক্টোবর দুপুর ১২ টার দিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি , নাটোর-৪ আসনে বিএনপির এমপি প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
প্রায় ৪ কিলোমিটার বাইচে ১২টি নৌকার প্রতিটিতে অংশ নেয় শতাধিক মাঝি মাল্লা। টান টান উত্তেজনা আর জনসাধারনের করতালিতে সন্ধ্যা অবধি চলে প্রতিযোগিতার প্রথমদিন। দ্বিতীয় দিন (২৬ অক্টোবর) রবিবার ফাইনাল রাউন্ডে উঠে নিউ একতা চ্যালেঞ্জার,পদ্মা এক্সপ্রেস,আল মদিনা ও বাংলার বাঘ। ফাইনাল রাউন্ডে পয়েন্টের মধ্যে দিয়ে শেষ হয় নৌকা বাইচ। বাইচের ফাইনাল রাউন্ডে পয়েন্টের খেলায় নিউ একতা চ্যালেঞ্জার নৌকা প্রথম, আল মদিনা দ্বিতীয় আর তৃতীয় হয় পদ্মা এক্সপ্রেস নৌকা।
এ উপলক্ষে গ্রামে বসে গ্রাম্য মেলা। ঢাক ঢোল,বাউল গান আর বৈঠার তালে নৌকা চলে নদীতে। শনিবার এই প্রতিযোগিতা দেখতে গ্রাম জুড়ে ঢল নামে হাজারো মানুষের। সকালের দিকে নানা রংয়ে সাজানো পানসি নৌকা নিয়ে আসে প্রতিযোগিরা।
আগত দর্শনার্থী ও এলাকাবাসী জানান, প্রতিবছর ছোট পরিসরে হলেও এবছর বৃহৎ আকারে পানসি নৌকা বাইচ হওয়াতে খুশি তারা। গ্রাম বাংলার এ ঐহিত্যবহনকারী মনোমুগ্ধকর নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পেরে খুবই আনন্দিত। এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তাঁরা।
উক্ত প্রতিযোগীতা আয়োজক কমিটির সভাপতি ছিলেন, ফজলুল হক ও সহসভাপতি ছিলেন, আলমগীর হোসেন।
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জনকারী নৌকাকে একটি রানার কোম্পনীর ১১০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকাকে ফ্রিজ পুরস্কৃত করা হয়।