মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (আসলাম গ্রুপ) উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের (আসলাম গ্রুপ) আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ ফেরদৌস হাসান, পাংশা যুবদলের আহ্বায়ক রুহুল আমিন, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম, সদস্য শহিদুল ইসলাম, সদস্য মোসলেম উদ্দিন, জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীগণ।
বক্তাগণ আলোচনা সভায় সকল নেতাকর্মীকে উদ্দেশ্য করে বলেন, একত্রিত হয়ে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। পাশাপাশি সকল বিভেদ ভুলে একত্রিত হয়ে রাজবাড়ী জেলার সকল অন্যায় ও দুর্নীতি রোধে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে।
সকল নেতাকর্মীকে মাঠ পর্যায়ে সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য জোর আহ্বান জানানো হয়। আরও বলা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই ধানের শীষের জন্য মনোনীত করবেন সকল নেতাকর্মী একত্রিত হয়ে তার পক্ষে কাজ করে ধানের শীষ কে বিজয়ী করতে হবে।
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। দেশ ও দেশের মানুষকে সুসংগঠিত করে বিএনপিকে শক্তিশালী করতে হবে। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে। যদি ভোটার গণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তবে ধানের শীষ বিজয় হবেই ইনশাআল্লাহ।