২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে অনুষ্ঠিত হলো “বিগেস্ট ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫”। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় হোটেল রয়েল রাজ – এর হলরুমে অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির আয়োজনে এ এক্সপো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশে পড়াশোনার আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশনের সুযোগও রাখা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোনাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল) কাউন্সেলর আযলি বিন আব্দুল সালী এবং সিনিয়র কাউন্সেলর কে. এ. জিসান।

মেহজাবিন ইসলাম মাইসার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি লেখক গোলাম মোর্শেদ, বরেন্দ্র কলেজের হেড অব আইসিটি আমিনুল ইসলাম, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম এবং ইংলিশ স্পোকেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেন আযলি বিন আব্দুল সালী। তিনি বলেন, “অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সির মাধ্যমে শিক্ষার্থীরা ছয়টি স্কেলে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে শিক্ষা খরচ অনেক কম।” তিনি আরও জানান, মালয়েশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল ফাইভ স্টার মানের অবকাঠামোসহ অনলাইনেও শিক্ষাসেবা প্রদান করে আসছে।

অ্যাডাপ্টের সিইও মোনাম উদ্দিন বলেন, “দেশের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী কনসালটেশন সেন্টারের সেবা নিয়ে অভিযোগ করে, কিন্তু অ্যাডাপ্টের বিরুদ্ধে এমন অভিযোগ নেই।” তিনি আরও জানান, ইংরেজি ভাষা শিক্ষা, ভর্তি প্রক্রিয়া, বিদেশে থাকা, গবেষণা এবং পার্ট-টাইম চাকরি সংক্রান্ত সহায়তায় অ্যাডাপ্ট এডুকেশন কনসালটেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মোনাম উদ্দিন আরও জানান, “আগামী ৭ দিনের মধ্যে যোগ্য শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দেওয়া হবে।” পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সহজ সেবা প্রদানের আশ্বাস দেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top