২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে কটূক্তিমূলক ভিডিও পোস্ট, রাজশাহীতে তরুণী আটক

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেন। পরে ওই ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এরপর বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের। ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়— তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এছাড়া, ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে একাধিক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেছেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ২৫ অক্টোবর রাজশাহী নগরীর এক বাসিন্দা তানভির আহমেদ সুইট রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশকে অবহিত করেন। এরপর ডিবি পুলিশের একটি দল অভিযান চালালেও তখন ফাইজা পালিয়ে যান। পরে সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সংগঠনের অনলাইন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, গ্রেপ্তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, গ্রেপ্তাকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top