নিজস্ব প্রতিনিধি:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কেউ কেউ নিরাপদ প্রস্থান বা ‘সেইফ এক্সিট’-এর কথা ভাবলেও তার নিজের এমন কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, “আমি দায়িত্ব শেষ করে চট্টগ্রামের ভাড়া বাসায় উঠব, আমার কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই।”
বুধবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ এবং এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম।