মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি জিপ গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নাজিরহাট পৌরসভার ব্রাহ্মণহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযান চলাকালে হালদা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা তিনজনকে আটক করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করায় ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন,“হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এই নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত কেউই ছাড় পাবে না।”
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        