১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে: জামায়াত নেতা তাহের

নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপির বর্তমান ভূমিকা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকির মুখে ফেলেছে। তাদের নানা তৎপরতায় জনগণের মধ্যে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিএনপি যদি সংস্কার প্রস্তাব গ্রহণ না করে, তবে এটি তাদের দায়িত্বহীনতার পরিচয় হিসেবে গণ্য হবে। এতে নতুন রাজনৈতিক সংকটের জন্ম হবে এবং ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে অস্থিরতা বাড়বে।

শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় কেন্দ্র পরিচালক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, “যদি নির্বাচন না হয়, তাহলে যারা বিদেশে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে। মনে হচ্ছে বিএনপি বিগত সরকারের মতো সংস্কারবিহীন একটি বাংলাদেশে ফিরে যেতে চায়। কিন্তু দেশের মানুষ বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফেরত যেতে দেবে না।”

তিনি আরও বলেন, “দেশে নতুন কোনো স্বৈরাচারকে মাথা তুলতে দেবে না জনগণ। যদি সরকার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে স্পষ্ট হবে—তারা নিরপেক্ষতা হারিয়েছে। আর কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মনে আশঙ্কা তৈরি হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top